জন্মভূমি রিপোর্ট : ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ এভাবেই মঙ্গলবার দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে খুলনা মহানগর ও জেলার যুবলীগের সম্মেলণে শিশুদের কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অংশ বিশেষ ।
সম্মেলণ যেন ক্ষণিকের জন্য ফিরে গেল ১৯৭১ সালের ৭ মার্চের সেই মাহেন্দ্রক্ষণে। বঙ্গবন্ধু জনতার মধ্যে এলেন, স্বাধীনতার তী আকাক্সক্ষায় উজ্জীবিত কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা হাত নেড়ে অভিবাদন জানালো তাদের প্রাণপ্রিয় নেতাকে। শুরু হলো সেই কণ্ঠের অনুসরণ।
বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উপস্থিতির বাঁধভাঙা উচ্ছ্াসে বিভাগীয় শহর খুলনায় সম্মেলণ শুরুর পূর্বেই এস এম হোসাইন বিল্লাহর পরিচালনায় ক্ষুধে বঙ্গবন্ধু সংসদ ও ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠির যৌথ পরিবেশনায় ছয়টি গান পরিবেশন করেন। সম্মেলণ উদ্ধোধনের পরে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অংশ বিশেষ ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃতি করেন। এ সময় ক্ষুধে বঙ্গবন্ধু সংসদ ও ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠির ৫০ শিশু অংশগ্রহণ করেন।