ইউনিক ডেস্ক : নগরীর পিকচার প্যালেস মোড়ে পাইকগাছার ২০.২১ ও২৩ পোল্ডরে সাধারণ শ্রমজীবী কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। দুপুর সাড়ে ১২টায় এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তরা বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কৃষি জমিতে লবণ পানি উত্তোলন করে ঘের মালিকরা বানিজ্যিক ভাবে চাষ করছে। এই রায় আমান্যকারিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোন ফল হচ্ছেনা। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে জেলা আইনশৃংলা সভায় লবণ পানি বন্ধের সিদ্ধান্ত গ্রহীত হলেও কোন কাজ হচ্ছেনা। ঘের মালিকরা মানছেনা এই নির্দেশ। তারা ঘেরে লবণ পানি তোলা বন্ধের দাবি জানান। এসময় এলাকাবাসী উপস্থিত ছিলেন।