বিজ্ঞপ্তি : শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইয়ে আজীবন বিপ্লবী কমরেড মোসারফ খলিফা স্মরণে শুক্রবার বেলা সাড়ে ৩টায় দৌলতপুর থানাধীন বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর পার্টির নেতা কমরেড অজয় দে’র সঞ্চালনায় জাতীয় সঙ্গীত ও আন্তর্জাতিক কমিউনিস্ট সঙ্গীতের মাধ্যমে শোকসভা শুরু হয়।
শুরুতে ১ মিনিট নিরবতা পালনের পর মোসারফ খলিফার প্রতিকৃতিতে পার্টির কেন্দ্র কমিটি, জেলা ও মহানগর কমিটি, অলোক স্মৃতি পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণশিল্পী সংস্থা, ঘাতক-দালাল নির্মুল কমিটি, দৌলতপুর কলা কেন্দ্র, জাতীয় কৃষক সমিতি, শ্রমিক ফেডারেশন, নারীমুক্তি সংসদ, যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, পূর্ণেন্দু দে বুবাই, শাহীন জামাল পন, শেখ মফিজুর রহমান হিরু, অধ্যাপক মাধব রুদ্র, এম নুরুল ইসলাম নুরু, খলিলুর রহমান, ফারুক হোসেন, হোসেন আলী, আ: সাত্তার মোল্লা, গৌরাঙ্গ প্রসাদ রায়, আমিরুল সরদার, লাকী বেগম, গৌতম কুণ্ডু, বিকাশ চন্দ্র মণ্ডল, সাদ্দাম হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন কমরেড মোসারফ খলিফা শোষণমুক্তি লড়াইয়ে চিরস্মরণীয় থাকবেন। তিনি পার্টির একজন নিবেদিতপ্রাণ একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে আন্দোলনের সামনের কাতারে ছিলেন। ভোগ-বিলাসের লোভের বশবর্তী হয়ে তিনি কখনও আত্মসমর্পণ করেননি।
শোকসভায় মোসারফ খলিফার জীবন বৃত্তান্ত পাঠ করেন হিমাংশু বিশ্বাস এবং প্রধান অতিথি মোসারফ খলিফার পুত্র রিয়াদের নিকট প্রতিকৃতিসহ শোক বার্তা হস্তান্তর করেন।