তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার কাগদী গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংখ্যা লঘুদের উপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। হামলায় শিশির বিশ্বাস(৬১) এবং ভাতিজা পনেশ বিশ্বাস (৩৬) আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাগদি বিলের মধ্যে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন সকাল ৮টার দিকে শিশির বিশ্বাস এবং তার বড় ভাইয়ের পুত্র পনেশ বিশ্বাস কাজ করার জন্য নিজ জমিতে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা আবনালী গ্রামের মিলু মোল্যার নেতৃত্বে ১০/১২জন তাদের উপর হামলা চালায়। এ সময় ৪/৫জন দেশী অস্ত্রসস্ত্র নিয়ে শিশির ও পণেশ বিশ্বাসের উপর হামলা চালায়। এতে শিশির বিশ্বাস ও পনেশ বিশ্বাস দুজনই আহত হয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ব্যাপারে শিশির বিশ্বাস তেরখাদা থানায় অভিযোগ দিয়েছেন।
শিশির বিশ্বাস জন্মভূমির এ প্রতিনিধিকে বলেন, শিশির বিশ্বাস আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়। তারা দীর্ঘদিন ধরে তারা মিলুদের অত্যাচারে অতীষ্ঠ হয়ে উঠেছেন। গত কিছুদিন আগেও মিলু মোল্যা শিশির বিশ্বাসদের উপর হামলা চালায়। তিনি মিলুদের নামে থানায় জিডি করেছিলেন।