অভয়নগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

প্রকাশঃ ২০২৩-০১-২৮ - ১৭:৫৪

নওয়াপাড়া অফিস : ফ্রিজে আদা বাটা রাখাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া উড়োতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজু আহম্মেদ (৪৫) তিনি ওই গ্রামের গোলাম নবীর ছেলে। রাজু’র বড় ভাই স্থানীয় ইউপি মেম্বার জসিম উদ্দীন খোকনের ছেলে রাকিব হোসেন (১৮) এর ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন।

নিহতের চাচা রেজা মোল্যা জানান, রাজুর বাড়িতে তার ব্যবহৃত ফ্রিজে আদা বাটা রাখে ঘাতক রাকিবের মা। এতে গন্ধ সৃষ্টি হওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাকিব ঘর থেকে ফল কাটা চাকু দিয়ে চাচা রাজু’র বুকে আাঘাত করে। এতে রাজু গুরুতর জখম হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ভাইপোর ছুরিকাঘাতে চাচা রাজু মারা গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।