এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : রংপুর ঠাকুর পাড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে ও জড়িদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বুহস্পতিবার বিকালে শহরের দৌলত বিশ্বাস চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার মুখার্জী, কোষাধ্যক্ষ কনক সেন, সদস্য পলাশ মল্লিক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কুমার হালদার, সাধারণ সম্পাদক জয় ভদ্র জগাই, পূজা উদযাপন পরিষদ নেতা কার্ত্তিক আঢ্য, কার্ত্তিক রায়, সুজিত কুন্ডু, বিশ্বনাথ হালদার, পরেশ মন্ডল, পরিতোষ গাঙ্গুলি, সুকান্ত বিশ্বাস বাবু, নারায়ন সরকার প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সম্মিলিত সাংস্কৃকিত জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্ন প্রমুখ।