যশোরে গাঁজা ও চাকু উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশঃ ২০২৩-০১-২৯ - ১৪:৪৪

যশোর অফিস : যশোরে গাঁজা বেচাকেনার অভিযোগে গত শুক্রবার রাতে সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা যশোর শহরের ১নং ওয়ার্ডস্থ মোল্যাপাড়া নদীর পাড় এলাকায় আলাদা অভিযান চালিয়ে তিনশ’ গ্রাম গাঁজা ও একটি ধারালো চাকুসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের মোল্যাপাড়ার মৃত খায়রুল ইসলামের জহিরুল ইসলাম ও শহরের মোল্যাপাড়া আমতলা মোশারফের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রব বাবুর ছেলে ইমন হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে দু’টি মামলা হয়েছে।

সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে যশোর পৌরসভা ১নং ওয়ার্ড মোল্যাপাড়া নদীর পাড় এলাকায় অভিযান চালায়। এসময় রাত সাড়ে ৯টায় মোল্যাপাড়া নগীর পাড় রমজানের চা দোকানের উত্তর পাশে ইমন হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেড়শ’ গ্রাম গাঁজা ও একটি সিলভার সাদা রংয়ের স্টিলের ধারালো চাকু উদ্ধার করে। অপরদিকে, সদর ফাঁড়ীর অপরটিম শুক্রবার রাত পৌনে ৯ টায় মোল্যাপাড়া এলাকা থেকে জহিরুল ইসলামকে দেড়শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।