খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশঃ ২০২৩-০১-২৯ - ১৪:৪৬

বিজ্ঞপ্তি : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, উন্নত বিশে^র সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। এর ফলে নতুন প্রজন্ম আধুনিক শিক্ষা লাভের সুযোগ পাবে। সিটি মেয়র শনিবার দুপুরে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল মাঠে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ কর্মপ্রচেষ্টায় শিক্ষার্থীদেরও অংশগ্রহণ জরুরী। শারীরিক সুস্থতা ও মানষিক বিকাশ নিশ্চিত করতে তিনি লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া অনুশীলনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

স্কুলের অধ্যক্ষ আবু সাইদ মো: মেজবাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মো: ডালিম হাওলাদার, মো: মনিরুজ্জামান ও সংরক্ষিত আসেনর কাউন্সিলর পারভীন আক্তার। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মেয়র ক্রীড়া প্রযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।