রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরের ভবদহ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী পদযাত্রা। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি বৃহস্পতিবার দুপুরে ভবদহ স্লুইজ গেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু করে।
পদযাত্রাটি বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার সুন্দলী এবং কাল সুন্দলী ইউনিয়নে অবস্থান করে শনিবার যশোর শহরতলীতে পৌছুবে। সেখানে রাত্রি যাপন শেষে আগামী রোববার যশোর শহরে এসে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হবে। পদযাত্রা শুরুর সময় সাতক্ষীরার সংসদ সদস্য ও কপোতাক্ষ বাাঁচাও আন্দোলন সাতক্ষীরা আহবায়ক মোস্তফা লুৎফুল্লাহ ও ভবদহ পনি নিষ্কাশন সংগ্রাম কমিটি যশোরের উপেদেষ্টা ইকবাল কবির জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন। তারা জলাবদ্ধতা রুখতে অবিরম্বে বিল কপালিয়য় টিআরএম বাস্তবায়নের দাবি জানান।