যশোরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

প্রকাশঃ ২০২৩-০১-৩১ - ১৬:০৪

যশোর : যশোরে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় মনিহার সিনেমা হলের সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সে বেজপাড়া সাদেক দারোগার মোড়ের জনৈক লুৎফর রহমানের ছেলে বাপ্পি রহমান ভিকি। যশোর সম্মিলনী স্কুলের দশম শ্রেণির ছাত্র সে। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আহতের স্কুলছাত্রের অভিযোগ, শহরের বারান্দি মোল্লাপাড়ার মৃদুল ও আইজুল নামে দুইজন পূর্ব শত্রুতায় তাকে ছুরিকাঘাত করেছে। রোববার বিকেলে মোটরসাইকেলে করে মনিহারের সামনে গিয়েছিলাম। এসময় মোল্লাপাড়ার মৃদুল ও আইজুল আমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে আসি। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, ভিকির শরীরে মোট সাতটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।