বৈশ্বিক সমস্যা মোকাবেলায় খুলনা সংবাদপত্র পরিষদের সভা

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১০:৫৮

বিজ্ঞপ্তি : বৈশ্বিক সমস্যা মোকাবেলা এবং সংবাদপত্রে বিজ্ঞাপন বৈষম্য সহ নানাবিধ সমস্যা নিরসনের কল্পে নির্বাহী কমিটির সভা করেছে খুলনা সংবাদপত্র পরিষদ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ আলীী সনি। সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তৃতা করেন, পরিষদের দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম, রাজপথের দাবির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, কোষাধ্যক্ষ ও জন্মভূমির সম্পাদক আসিফ কবীর, সহ-সভাপতি ও সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন, সাপ্তাহিক সত্যের সন্ধ্যানের সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ সহ পরিষদের বিভিন্ন পর্যায়ের সম্পাদকবৃন্দ।

খুলনাঞ্চলে বিজ্ঞাপন বৈষম্য দুর করে সমতার ভিত্তিতে সার্কেলিং ওয়েতে বিজ্ঞাপন বন্টনের জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের প্রতি আহবান জানানো হয়। এ লক্ষ্যে সকল বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানকে পত্র মারফত অবহিত ও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এপ্রিলে এই কমিটির অভিষেক ও ঈদ পুর্ণমিলনী করার সিদ্ধান্ত হয়।সভায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে পত্রিকার দর বৃদ্ধির সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

সভায় বিদেশ সফর উপলক্ষ্যে মোহাম্মদ আলী সনিকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।