মনিরামপুরে বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১৩:০২

মনিরামপুর প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় ঘোষিত ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফলের জন্য সোমবার বিকেলে যশোরের মনিরামপুরে থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা আহ্বায়ক এড. শহীদ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা সদস্য আব্দুস সালাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, এড. মকবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, সন্তোস স্বর, জামশেদ আলী, জুলফিকার আলী ভূট্টো, খলিলুর রহমান, মোক্তার হোসেন, আব্বাস উদ্দিন, কাজী ইমরান, ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ।