যশোরে স্বামীকে ফাঁসানোর দায়ে কারাগারে স্ত্রী

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১২:৫৯

যশোর অফিস : যশোরে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করে ফেঁসে গেছেন স্ত্রী। মিথ্যা জখমি সনদ দিয়ে মামলা করায় আদালত স্বামীকে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ স্বামী ওই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। উচ্চ আদালতে জখমি সনদ মিথ্যা প্রমাণিত হওয়ায় স্বামীর সাজার আদেশ বাতিল ও বাদী স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সোমবার স্বামীকে খালাস দিয়ে বাদীকে কারাগারে পাঠিয়েছেন। এ নিয়ে আদালতপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্ত্রী রাবেয়া আক্তার যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পালপাড়ার একরাম আলীর মেয়ে। স্বামী আজম মাহমুদ যশোরের মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের বজলুর রশিদের ছেলে। তিনি তখন কুষ্টিয়ার খোকসা থানায় এসআই পদে কর্মরত ছিলেন।