যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মেহেদী হাসানের যোগদান

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১৩:৩৯

যশোর অফিস : যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক মো: সালেহ উদ্দিন বদলীকে করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন উপ পরিচালক মো: মেহেদী হাসান। তিনি বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বদলী হয়েছেণ যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সোমবার উপপরিচালক মেহেদী হাসান অপরাহ্নে যোগদান করে। এর আগে গত রোববার সহকারী পরিচালক মো: সালেহ উদ্দিন যশোর অফিস থেকে বিদায়ী নিয়েছেন। তাকে ফরিদপুরে পাসপোর্ট অফিস বদলী করা হয়েছে। মো: সালেহ উদ্দিন গত বছরের ১৯ সেপ্টেম্বর যশোর অফিসে সহকারী পরিচালক অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, নবাগত উপপরিচালক মো: মেহেদী হাসান যোগদান করায় অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা আশা সঞ্চালন হয়েছেন।