পাইকগাছায় একটি পরিবারকে উচ্ছেদ পাঁয়তারা

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১৩:৩০

পাইকগাছা : খুলনার পাইকগাছা উপজেলার পারসেমারী গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারকে দ্বিতল বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়ার পাঁয়তারা চলছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী বৈদ্যনাথ ঢালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, পাইকগাছা গ্রামের প্রকাশ সরদার ও বিকাশ সরদার পরিকল্পিত ভাবে বৈদ্যনাথকে বাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। বৈদ্যনাথ ১৯৫১ সাল থেকে পৈত্রিক ভিটা ভোগ দখল করে আসছেন। তার উপর একটি দ্বিতল বাড়ি এবং বাড়ি সংলগ্ন বিলান  জমি রয়েছে। ওই সময়ে সম্পত্তি রক্ষার্থে বৈদ্যনাথের ঠাকুর দাদা সত্যরাম ঢালী জমিটি প্রতিপক্ষ প্রকাশ সরদারের পিতা অতুল কৃষ্ণ সরদারের নামে ক্রয় করে ছিলেন। বিকাশগং কৌশলে ভূমি অফিসের সাথে যোগসাজসে বসতবাড়ি ও বিলান জমি রেকর্ড করে নেয়। বিষয়টি জানতে পেরে বৈদ্যনাথ আদালতে মামলা করেন যার নম্বর দেওয়ানী ৩৩৯/১৫। জেলা জজ স্থিতিবস্তা বজায় রাখার নির্দেশ দেন। প্রতিপক্ষ স্থানীয় একটি কুচক্রীমহলের সাথে সম্পর্ক রেখে জোর পূর্বক বৈদ্যনাথের পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। প্রায় ১৫ বিঘা জমি নিয়ে গড়ে ওঠা বসত বাড়িটি কুচক্রিদের রোসানল থেকে রক্ষার জন্য ভুক্তভোগী পরিবারটি আইজিপি বরাবরেও লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। এ বিষয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।