নোনা পানি’র উদ্বোধনী প্রদর্শনী শুক্রবার

প্রকাশঃ ২০২৩-০২-০২ - ১৩:০৮

ইউনিক ডেস্ক : খুলনার জীবন, খুলনার মানুষ ও খুলনার গল্প নিয়ে সিনেমা নোনা পানি’র উদ্বোধনী প্রদর্শনী শুক্রবার। বিকেল ৪টায় শিল্পকলা একাডেমি মিলায়তনে এর আয়োজন করা হয়েছে।

খুলনার মেয়ে সৈয়দা নিগার বানু নির্মাণ করেছেন নোনা পানি। সিনেমায় সুন্দরবনের কাছে ভদ্রা নদীর পাড়ে বটখালি গ্রামের একটি চমৎকার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে নির্মাণ করা হয়েছে । সিনেমায় রয়েছে ভদ্রা নদী থেকে চিড়িংর রেণু সংগ্রহ করাই তাদের বেঁচে থাকার এক মাত্র উপায়। এ নিয়ে রচিত হয়েছে গল্প। সিনেমার কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনায় সৈয়দ নিগার বানু। প্রযোজনায় রয়েছেন  আবুল খায়ের লিটু। সহ প্রযোজনা লুভা নাহিদ চৌধুরী। বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম প্রযোজিত ও বেঙ্গল ক্রিয়েশনস্  পরিবেশিত চলচ্চিত্র নোনা পানি। সিনেমায় রয়েছে বৈচিত্র ও খুলনার ভাষা ব্যবহার করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ৩টায় খুলনা প্রেস ক্লাবে হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সৈনয়দা নিগার বানু। উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরঙ্গ নন্দী, সনজিৎ রায় ও রুবেল লদিসহ অভিনেতা, অভিনেতা নেত্রী, শিল্পী ও কলাকৌশলীবৃন্দ।