যশোরে ফুসফুস ও হার্ডের সমস্যা নিয়ে জন্ম নেয়া শিশু রহমান বাঁচতে চায়

প্রকাশঃ ২০২৩-০২-০২ - ১৩:২২

যশোর অফিস : যশোরে ফুসফুস ও হার্ডের সমস্যা নিয়ে জন্ম নিয়ে শিশু আব্দুর রহমান বাঁচতে চায়। নবজাতক শিশু মো: আব্দুর রহমান (৭দিন) সুন্দর পৃথিবীতে দিন মজুর পিতা মাহফুজের ঘরে জন্ম গ্রহণ করলেও সে সমাজের বিত্তবানদের সাহায্য নিয়ে বাঁচতে চায়। জন্ম গ্রহনের সাথে তার শরীরে ফুসফুস ও হার্ডের সমস্যায় ধরা পড়ায় তাকে হাসপাতালের বিছানায় মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে। যশোর সদর উপজেলার আড়পাড়া সাহাপুর (আড়পাড়া) গ্রামের বাসিন্দা হত দরিদ্র দিন মজুর মো: মাহফুজ তার শিশু ছেলের জন্য সমাজের সব শ্রেনির মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অর্থ ছাড়া শিশু আব্দুর রহমানকে কোনভাবেই বাঁচানো সম্ভব না জেনে হত দরিদ্র পিতা হাত পেতে শিশু সন্তানকে বাঁচাতে চান। সমাজের বিত্তবান ও সকল শ্রেনির ব্যক্তিবর্গদের প্রতি সাহায্য পাঠাবার আহ্বান জানানো হয়েছে। বিকাশ নং ০১৯৬৩২৪১৩৫৮।