খুলনায় বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশঃ ২০২৩-০২-০২ - ১৫:৪৬

খুলনা : নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় পা পিছলে পড়ে যেয়ে মো: মহিত হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি বাগেরহাট জেলার কচুয়া থানার চরকাঠি গ্রামের জনৈক তোরাব আলীর ছেলে।

পুলিশ জানায়, ৩৩ মজিদ স্মরনী এলাকায় ডা. গাজী মিজানুর রহমান নামে এক ব্যক্তির ১০তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ওই ভবনের চার তলায় নির্মাণ কাজ করার সময় মহিত পা পিছলে নিচে পড়ে যান এবং মাথায় ও বুকে মারাত্মক আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। সেখানে কর্তব্যরত শ্রমিকরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা ১১টার দিকে   কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক গত রাতে দৈনিক জন্মভূমিকে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের অপেক্ষায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজন হারানো পরিবারের সদস্যদের উপস্থিতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।