ফুলতলার ব্যবসায়ী মিলন হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হাবিব গ্রেফতার

প্রকাশঃ ২০২৩-০২-০২ - ২১:১১

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার চাঞ্চল্যকর ব্যবসায়ী মিলন ফকির হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি হাবিব মোল্যা (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাকে ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামি তাজপুর এলাকার মৃতঃ আহম্মদ আলী মোল্যার ছেলে।

র‌্যাব-৬ এর ডিএডি মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ৩০ জানুয়ারী ভোরে ফজরের নামাজ শেষে হাটতে বের হন ফুলতলা আলকা পূর্বপাড়া গ্রামের মিলন ফকির। পরবর্তীতে নাস্তা শেষে তিনি স্থানীয় মা টেলিকম এন্ড কনফেকশনারীর দোকানের সামনে দাড়িয়ে শিক্ষক শীতল কান্তি মন্ডলের সাথে কথা বলছিলেন। সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা দুস্কৃতিকারী দোকানের সামনে মিলনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদি হয়ে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে র‌্যাব-৬ এর আভিযানিক দল হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করেন এবং আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামী হাবিব মোল্যা ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলতলা থানায় হস্তান্তর করা হয়।