যশোর অফিস : বাঘারপাড়ার সৈয়দ মাহমুদপুর গ্রামে গৃহবধূ সদরের বাগডাঙ্গা গ্রামের মেয়ে ইভা খাতুন আত্মহত্যা প্ররোচনাকারীদের আটক ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধ করেছে এলকাবাসী। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট লীগ নেতা তসলিম উর রহমান, মৃত ইভার ভাই নামজুল হোসেন, আসাদুল ইসলাম পিন্টু, শাকিল হোসেন, মনজু, আয়ুব হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, গত বছরের ২৬ জুন ইভার বিয়ে হয়েছিল রায়হান হোসেনের সাথে। এরমধ্যে ইভা অন্ত:সত্তা হয়েছিল। রায়হান তার স্ত্রীকে পিতার বাড়ি থেকে টাকা এনে একটি পালচার মোটরসাইকেল কিনে দিতে বলে। পিতৃহারা ইভা এ টাকা কোন অবস্থায় তার দিনমুজুর ভাইয়ের কাছ থেকে এনে দিতে অস্বীকার করেছিল। তাই তাকে স্বাম, শ্বশুর-শাশুড়ি কীটনাশক অথবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বলে। ইভা তাদের প্ররোচনায় আত্মহত্যা করেছিল। এ ঘটনায় মামলা হয়েছে। পিবিআই তদন্ত করছে। বক্তরা অবিলম্বে এ অভিযোগে তদন্ত ও আসামিদের আটকের ব্যবস্থা এবং দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।