খুলনা একুশে বই মেলা গুণীজনের পদচারণায় মুখরিত  

প্রকাশঃ ২০২৩-০২-০৩ - ১৩:০৮

খুলনা : খুলনা জেলা প্রশাসনের আয়োজনে গণগ্রন্থাগার চত্বরে একুইশে বই মেলার গতকাল ছিল দ্বিতীয় দিন। মেলায় দর্শনার্থী এবং বইপ্রেমীদের উপস্থিতি ছিল কম। ক্রেতার সংখ্যাও তেমন ছিল না। মেলার প্রথম দিনে বিভিন্ন গুণীজনের আগমনে মেলা প্রাঙ্গন ছিল মুখরিত।

মেলায় বই বিক্রেতা আলফা বুক হাউজের মনোজ কুমার দে বলেন, মেলার প্রথম দিনে তেমন কোন বিক্রি হয়নি। দ্বিতীয় দিনে সামান্য শুরু হয়েছে। তবে শুক্রবার ছুটির দিনে কিছুটা বাড়বে। এ দিনে গত দুদিনের তুলনায় বেশী বই বিক্রি হবে। তিনি আশা করেন আগামী সপ্তাহ থেকে ক্রেতার সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

মেলায় উপস্থিত সুন্দরবন কলেজ ছাত্র দিপেন্দু গোলদার বলেন, ‘অবরোধ বাসিনি’ বইটা কেনার  জন্য এসেছি। তবে জানিনা এখানে বই মেলা চলছে। সামনে দিয়ে যাওয়ার সময় চোখে পড়েছে তাই প্রবেশ করলাম। খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সচিব হাজার বলেন, বই মেলা চলছে অথচ কোন প্রচার নেই। জানতেই পারিনি বই মেলা চলছে। রাস্তার সামনে লেখা দেখে প্রবেশ করেছি। রবীন্দ্র নাথের লেখা ‘সোনার তরী’ এবং বলাকা বইটা কিনলাম। তবে প্রচার একান্ত প্রয়োজন। নাজিবুল আহমেদ, অসিম কুমার, অরবিন্দু মন্ডল, ছাত্রী নীপা মৌসহ অনেকেই বলেন, এবারের বই মেলার মাঠ ভালো না হওয়ায় চলাচলে বিড়ম্বনা হচ্ছে। মেলার মাঠ আরও সুন্দর ভাবে প্রস্তুত করা হলে দর্শক আগমন বেশী হত। এ ছাড়া কয়েকটি বই স্টলের বিক্রেতারা জানান, প্রচার প্রচারনা ভালো না হওয়ায় ক্রেতাদের উপস্থিতি অনেকটা কম। তারা আশা প্রকাশ করেন আগামীতে উপস্থিতি বাড়বে।

গতকাল বই মেলা মঞ্চে আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সংগঠন মোমেন শাহী সাহিত্য দর্পণ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী অনুষ্ঠান মালার আয়োজন করেন।