যশোরে ইন্টার্ণী চিকিৎসককে মারপিট

প্রকাশঃ ২০২৩-০২-০৩ - ১৫:০০

যশোর অফিস : যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জাকির হোসেন (২৬) নামে এক ইন্টার্ণ চিকিৎসককে তার হাত-পা ভেঙে পঙ্গু করে দেয়া হয়েছে। কলেজের হোস্টেলে মাদক সেবন করার প্রতিবাদ করায় উচ্ছৃঙ্খল ছাত্ররা তার রুমের দরজা আটকে দু’ঘণ্টা ধরে শারীরিকভাবে নির্যাতন করে এবং হকষ্টিক দিয়ে বেদম প্রহার করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জাকির হোসেন যশোর মেডিকেল কলেজের (জে এমসি) এমবিবিএস কোর্স চতুর্থ ব্যাজের ছাত্র। জানুয়ারিতে তার ইন্টার্ণ কোর্স শেষ হয়েছে।

জাকির হোসেন জানিয়েছেন, গত ৩১ জানুয়ারি রাত ৯টার দিকে কলেজের হোস্টেলে লিওন,আব্দুর রহমান আকাশ, শামীম হোসেন, সাকিব আহমেদ তামিমসহ ৭-৮ জন ছাত্র তার রুমে ঢুকে মারপিট করে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাজিবুর রহমান জানিয়েছেন, জাকির হোসেনের দু’পা বাম হাতের কব্জির ও পাতার হাড় ভেঙে গেছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।