খানজাহান আলী থানা প্রতিনিধি : ফুলবাড়ীগেট টি.বি হাসপাতালের ব্যস্ততম সড়কের উপর ভ্রাম্যমাণ ১১ হাজার কেভির বৈদ্যুতের ট্রান্সফারমানটি ঝুঁকিপূর্ণ। বিপদজনকভাবে সড়কটি দিয়ে প্রতিনিয়ত বালুবাহী ট্রাক, মীরেরডাঙ্গা সংক্রামক ব্যধি হাসপাতাল ও বক্ষব্যধি হাসপাতালের জরুরী রোগীবহনকারী এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরণের ছোট-বড় যানবাহন চলাচল করছে। সামান্য অসতর্কতায় যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দ্রুত সড়কের উপর থেকে ট্রান্সফরমানটি সরিয়ে ফেলার আহবান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকার সচেতন মহল।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-২ এর আওতায় ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার মেরামত জনিতকারণে একটি মেশিন আনা হয়েছে এটি চালাতে প্রয়োজনীয় বিদ্যুতের জন্য ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোর্ডের ইউসেপ এম এ মজিদ টেকনিক্যাল স্কুল সংলগ্নে ব্যস্ততম সড়কের উপর ১১ হাজার কেভি’র ভ্রাম্যমাণ একটি ট্রান্সফরমার বসানো হয়েছে। সড়কের পাশের একাধিক ব্যবসায়ী জানায়, এক মাস আগে হঠাৎ করে রাস্তার উপরে ঐ বিদ্যুতের ট্রান্সফরমারটি বসান হয়। ঐ সময় যারা এটি বসিয়েছিল তারা জানিয়েছিল ৭/৮দিন পর এটি আবার সরিয়ে ফেলা হবে। ব্যবসায়ীরা জানায় দীর্ঘ এক মাস অতিবাহিত হলো ট্রান্সফরমারটি সরানো হয়নি। সড়কটি দিয়ে চলাচল করা বালুর ট্রাকের চালক ইলিয়াজ হোসেন জানায়, সড়কটি দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনে শতশত যানবাহন চলাচল করে থাকে। এর মধ্যে খুলনার বিভাগীয় দুটি হাসপাতালের রোগিবহনকারী এ্যাম্বুলেন্স, বড় বড় মাল বোঝাই ট্রাক ছাড়াও ইঞ্জিন চালিত ভ্যান, ইজিবাইক চলাচল করে। তিনি বলেন বিপদজনক বিদ্যুতের ট্রান্সফরমারটি রাস্তার উপর না বসিয়ে রাস্তার পাশে জায়গা ছিল সেখানে বসাতে পারতো। ট্রান্সফরমারটি রাস্তার উপর দেওয়ার ফলে সড়ক দিয়ে চলা যে কোন ধরনের যানবাহনের চালকদের সামান্য অসতর্কতায় যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে অনাকাংকিত বড় ধরনের দূর্ঘটনা। এ বিষয়ে ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জি. মো: হাফিজুর রহমান বলেন, ৩৩হাজার কেভির ট্রান্সফরমারের মেইনটেনেন্স সেন্টিফিউজের প্রয়োজনীয় বিদ্যুতের জন্য ঐ ১১ হাজার ভোল্টের ট্রান্সফরমারটি সহায়ক হিসাবে ভাসমান হিসাবে জরুরী প্রয়োজনে বসানো হয়েছে। উপকেন্দ্রের ভিতরের কাজ শেষ হলে দ্রুত সময়ে এটি সরিয়ে ফেলা হবে। ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ী, এলাকার সচেতন মহল ও সড়কটি দিয়ে চলাচলকারী পথচারীরা বলছেন ট্রান্সফরমারটি রাস্তার উপর না বসিয়ে অন্য নিরাপদ স্থান বা রাস্তার পাশে কর্তৃপক্ষ বসাতে পারতো। তারা অনাকাংখিত ঘটনা ঘটনার আগে দ্রুত সময়ে ব্যস্ততম সড়কের উপর থেকে বিপদজনক ট্রান্সফরমানটি সরিয়ে ফেলার আহবান জানিয়েছে।