যশোরে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৩:৪৪

যশোর অফিস : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সমপ্রসারন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর সদর উপজেলার হলরুমে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ।

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উপপরিচালক বেনজির আহমেদের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ডা: সানজিদা মুস্তাফি, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সালমা আহমেদ।