খুলনায় মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ মেয়রের

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৬:০৪

ইউনিক ডেস্ক : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগরী এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। রোববার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে মশক নিধন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় সিটি মেয়র আরো বলেন, ঋতু পরিবর্তনের সময় স্বাভাবিকভাবে মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে থাকে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। নগরবাসী যাতে মশকমুক্ত পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারে তার জন্য যা যা প্রয়োজন সবকিছু করার নির্দেশ দিয়ে সিটি মেয়র বলেন, এ কাজে কারো গাফিলতি পরিলক্ষিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, এস্টেট অফিসার মো: নুরুজ্জামান তালুকদারসহ উপসহকারী প্রকৌশলী, সহকারী কঞ্জারভেন্সী অফিসার ও কঞ্জারভেন্সী সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।