মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পুলিশ জীবন দিতে প্রস্তুত : আইজিপি

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১১:০৫

যশোর অফিস : আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জনতার পুলিশ হওয়ার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করছে। মানুষের নিরাপত্তার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে উচ্চে ধরে রাখতে পুলিশ সদস্যরা জীবন দিতেও প্রস্তুত। সোমবার বিকেলে যশোর পুলিশ লাইনস মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আইজিপি আরো বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এদেশের মানুষ যেমন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে বজায় রাখতে পুলিশ কাজ করে চলেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী, পুলিশের খুলনা বিভাগের ডিআইজি মঈনুল হক। অনুষ্ঠানে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ রাজনৈতিক, সমাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের আগে আইজিপি পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মনোজ্ঞ ডিসপ্লে ও খেলাধুলা প্রদর্শণ করেন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।