খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১৩:১৩

খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও আইএলও এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। গত রোববার দুপুর ২টায় প্রতিনিধি দলটি খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌছালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশ ফেরত অভিবাসীদের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেন স্কিলস-২১ প্রকল্প, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং এসআইওয়াইবিঅব ফাউন্ডেশন বাংলাদেশ। গত ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপি প্রশিক্ষণ পর্যবেক্ষণে গত রোববার দুপুর ২টায় খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ পর্যবেক্ষনে আসে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বাংলাদেশের চীফ টেকনিক্যাল অ্যাডভাইজার লোটে কেইজার, দক্ষতা-২১ অন্তর্ভূক্তিমূলক এবং টেকসই বৃদ্ধির জন্য নাগরিকদের ক্ষমতায়ন বিষয়ক প্রতিনিধি লিগায়া এল ডুমাওং, ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা ও মানব উন্নয়ন প্রোগ্রামের ম্যানেজার জুঁই চাকমা, এল ও বাংলাদেশের কান্ট্রি অফিসার তাহামিনা খানমসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় প্রদিনিধি দলটি কোর্সের প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্র্থীদের সাথে পৃথক-পৃথকভাবে মতবিনিময় করেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এ.কে. এম মনিরুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সের কো অডিনেটর মো: তৌহিদুর রহমান জানান, বিদেশ ফেরত আসা কর্মীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেন প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণ কোর্স গত ৪ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কোর্সে মোট ২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ প্রশিক্ষণ কোর্স। প্রশিক্ষণ পর্যবেক্ষণে এসে প্রতিনিধি দলটি সন্তোষ প্রকাশ করেছে। এর আগে দুপুর ২টায় ইউরোপীয় ইউনিয়ন ও আইএলও এর ৫সদস্যের প্রতিনিধি দলটি প্রতিষ্ঠানে আসলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষনার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিল।