বৃহত্তর আমরা খুলনাবাসীর দাবি

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১২:৫৯

বিজ্ঞপ্তি  : মহানগরীর খানজাহান আলি সড়ক প্রশস্ত করনের কাজ ২৫ কোটি ৫৫ লাখ টাকায় শুরু হওয়ায় বৃহত্তর আমরা খুলনাবাসী জানায় অভিনন্দন। কিন্তু সড়ক উন্নয়নে সুফল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এত টাকা ব্যয় করে সড়কের মাঝে সেই পুরাতন বিদ্যুতের খুটি রেখে যদি সড়কটি প্রশস্ত করন করা হয় তবে দুর্ঘটনার ঝুকি তো থেকেই যাচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন ১০/১২ হাজার যানবাহন চলাচল করায় সড়কটি রূপসা ঘাট এলাকায় নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে যায়। ফলে সড়কটি উচু হচ্ছে এবং রূপসা ঘাট এলাকায় সড়কটি ৬০ফুট প্রস্থ হতে ৮০ফুটে উন্নীত করা হচ্ছে। কিন্ত বিদ্যুতের খুটি সড়কের মাঝে রেখে ১৯ইঞ্চি কংক্রিটের ঢালাই দিয়ে সড়কটি উচু করলে ভবিষ্যতে ঐ ঢালাই ভেংগে বিদ্যুতের ঐ খুটি হস্তান্তর কঠিন। আবার খুটি থাকায় বাকি অংশে যানবাহন চলাচল করতে অসুবিধা হবে। যদি কেহ চলাচল করে তবে দুর্ঘটনার শংকা থেকে যায়। এ ছাড়াও অন্য অংশে ও খুটি মাঝে রেখে কার্পেটিং এর কাজ করা হচ্ছে। আর এভাবে চললে একদিকে সরকারের যেমন অর্থের অপচয় হবে, অন্যদিকে দুর্ঘটনার ঝুকি বেড়ে যেতে পারে। বিধায় রাস্তার মাঝ থেকে বিদ্যুতের খুটি সরিয়ে খানজাহান আলি সড়কটি প্রশস্তকরন ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।