যশোরে ভেজাল মদসহ পাঁচজন গ্রেফতার

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১২:৩৪

যশোর অফিস : যশোরের বাঘারপাড়ায় স্পিরিট মেশানো মদসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত রোববার রাতে উপজেলার ছাতিয়ানতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা সাড়ে সাত লিটার স্পিরিট মিশ্রিত দেশি মদ ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে নিবার্হী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। সোমবার সকালে যশোর র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার মাছবাজার গ্রামের মনোরঞ্জন ঘোষ, ফতেপুর ভায়না গ্রামের অসীম বিশ্বাস, বাঘডাঙ্গা গ্রামের লিংকন, প্রশান্ত বিশ্বাস ও ছাতিয়ানতলা গ্রামের ইমতিয়াজ আলী। তারা মাদক কারবারি বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের যশোর কারাগারে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া জব্দ করা মদ ধ্বংস ও আদায় করা জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নাজিউর রহমান বলেন, ২৫ জানুয়ারি সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে বিষাক্ত মদ পান করে তিনজন মারা যান। এ ছাড়া সাতজন গুরুতর অসুস্থ হন। এরপর থেকে তারা গোয়েন্দা নজরদারি এবং অভিযান শুরু করেন।