মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া মারিয়া আক্তার তন্বী (১৫) এক স্কুল ছাত্রী হত্যা মামলায় স্বামী মিনহাজুল রহমান রাব্বি (২২) সহ ৪ জন বর্তমানে কারাগারে রয়েছে। মামলার প্রধান আসামি রাব্বির রিমান্ড শুনানী আজ। অপর ৩ আসামি হলো, নিহত তন্বীর শ্বশুর অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুজিবুর রহমান, শাশুড়ি শিরিন বেগম ও ননদ মাকসুদা আক্তার। সোমবার দুপুরে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের বসত ঘরে তালা ঝুলতে দেখা গেছে।
গত ২৪ জানুয়ারি সকালে নিহত তন্বীর ভাই মেহেদী হাসান (২৩) বাদি হয়ে রাব্বি, তাঁর বাবা মুজিবুর রহমান, মা শিরিন বেগম ও বোন মাকসুদা আক্তারকে আসামি করে পরিকল্পিত হত্যার অভিযোগে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ ওই দিনই রাব্বি ছাড়া ওই ৩ জনকে গ্রেফতার করেন। মেহেদী হাসান উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের দুবাই প্রবাসি হাবিবুর রহমানের ছেলে।
মামলার পলাতক প্রধান আসামি নিহতের স্বামী মিনহাজুল রহমান রাব্বিকে মঠবাড়িয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় শজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে গত ১ ফেব্রুয়ারী বুধবার থানায় নিয়ে আসেন।
মঠবাড়িয়া থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার বলেন, মিনহাজুল রহমান রাব্বিকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে নববধূ স্কুল ছাত্রী মারিয়া আক্তার তন্বীর মৃত্যুর আসল কারন জানা যাবে।