লুৎফর রহমানের মতো ত্যাগী ও আদর্শিক নেতাকে অনুসরণ করতে হবে : সিটি মেয়র

প্রকাশঃ ২০২৩-০২-০৯ - ১৫:১৭

বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, লুৎফর রহমান বঙ্গবন্ধুর নির্দেশে জীবনকে বাজি রেখে দেশ ও জাতির কল্যানে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি শুধু মানুষকে দিয়েছেন কখনও নেয়ার চিন্তাও করেননি। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তার ব্যবসাসহ নিজেকে বিলিয়ে দিয়েছেন। তবুও বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশপ্রেম থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। তার মতো ত্যাগী ও আদর্শিক নেতাকে অনুসরণ করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের প্রস্তুত হতে হবে। গতকাল বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর গোলাম মওলা শানু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, চ.ম মজিবুর রহমান, শেখ আব্দুল আজিজ, মো. জাহিদুল হক, শেখ জাহিদুল ইসলাম, সরদার আব্দুল হালিম, মো. মোতালেব মিয়া, শেখ হাসান ইফতেখার চালু, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. জাকির হোসেন, মো. আমির হোসেন, মোজাফফর হোসেন মোল্লা, এ্যাড. এনামুল হক, আব্দুল কাউয়ুম গোরা, মোস্তাক আহমেদ টুটুল, রাজিউল ইসলাম রাজু, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, আব্দুর রাজ্জাক, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মো. রুহুল আমিন খান, আকবর আলী মাতুব্বর, মাহবুবুর রহমান মম, কবির পাঠান, মেহজাবিন খান, রোজী ইসলাম নদী, বিপ্লব সাহা লব, মো. শহীদুল হাসান, মো. আশরাফ আলী হাওলাদার হাওলাদার শিপন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, রুম্মান আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ছেলে মামুন আরেফিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. আব্দুর রহীম।