লোহাগড়া নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশঃ ২০২৩-০২-১০ - ১৭:০১

নড়াইল : লোহগড়া মধুমতি নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩ টায় উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা (উওর পাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার জঙ্গল মকোন্দপুর গ্রামের মো: জামাল শেখের ছেলে রুপক শেখ। স্থানীয়রা জানান, রুপক শেখ লোহাগড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার বিকেল ৩ টার দিকে লোহাগড়ার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের আনোয়ার মোল্যার বাড়ির পাশে নদীর ঘাটে গোসল করতে গিয়ে তলিয়ে যায় শিশুটি। এরপর আশে পাশের স্থানীয়রা ছুটে এসে পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। খুজাঁখুজিঁর এক পর্যায়ে বিকাল ৪ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।