খুলনায় ডিআইআরআই আন্তর্জাতিক ছবি প্রদর্শনী শুরু

প্রকাশঃ ২০২৩-০২-১১ - ১৪:২৭

বিজ্ঞপ্তি : আলোকচিত্রের মাধ্যমে সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে খুলনায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ছবি প্রদর্শনী। শুক্রবার বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি এবং গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. গাজী মিজানুর রহমান বলেন, ছবির মাধ্যমে সুফিজমকে মানুষের কাছে জানানোর যে প্রচেষ্টা তা খুবই প্রশংসনীয়। এ উদ্যোগকে স্বাগত জানাই। প্রদর্শনীর ছবিগুলোতে সুফিজমের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি স্থান পেয়েছে।

দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে এবং ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটি ও খুলনা বিশ^বিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

উদ্বোধনের দিন শুক্রবার সন্ধ্যায় ছবি প্রদর্শনী পরিদর্শন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক, উন্নয়ন) মো. আব্দুর রশিদ। এসময় তিনি প্রদর্শনীর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে নানা বিষয় সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে।