পাইকগাছা অফিস : পাইকগাছায় প্রতারণার ফাঁদ পেতে গরীব, অসহায় ও দিনমজুর গ্রাহকের ১৫ হাজার ৯শ টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক এনজিও নারী কর্মী। জানাগেছে, গত ২৩ জানুয়ারী সোমবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের (জামাইপাড়া) ৩ নং ওয়ার্ডের আব্বাস গাজীর পুত্র কবির গাজীর বাড়িতে জনৈকা নারী এনজিও কর্মী পরিচয়ে আসেন এবং পরিচয় দেন তার বাড়ি কপিলমুনির নোয়াকাটি মসজিদের পাশে। তিনি একটি প্রতিবন্ধী ট্রাস্ট (এনজিও) থেকে এসেছেন। তাদের অফিস কপিলমুনি বাজারে। প্রতিবন্ধী, গরীব, অসহায় ১৫ সদস্যের একটি টিম করে তাদের মাঝে ১টি করে গাভী দিবেন, তিনি মাসে ৪ বার আসবেন এবং ৫ শ গ্রাম করে ডাল, গোয়াল ঘর তৈরী করার জন্য দিবেন চার পিস ঢেউটিন ও সিমেন্টের তৈরি খুঁটি। আবার এক সপ্তাহ পরে একটা ছাগল, না হলে ভেড়া দেওয়ার আশ্বাস দেন এবং ১৫ সদস্যের একটি টিমের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ৬০ টাকা করে নেন বলে ভুক্তভোগীরা নারী সদস্যরা জানান। গাভী দেয়ার নির্ধারিত দিনে এনজিও কর্মীর ফোন বন্দ থাকায় গ্রাহকরা হতাশ হয়ে পড়েছে। এনজিও কর্মীর দুইটি ফোন নাম্বারে ০১৯১৯-৮৯১৯০৪ (বিকাশ নং) অন্যটি পার্সোনাল নাম্বারে ০১৯৫৪-৭৪৫৮৩৭ একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন না বলে ভুক্তভোগী নবীজান বিবি জানান। তিনি আরো বলেন ২২ মাসের ভিতরে তাদের দেওয়া গরু, ছাগল, ভেড়া কেউ বিক্রয় করলে এনজিও’র টাকা ফেরত দেওয়ার কথা বলেন। প্রতিবন্ধী, গরীব অসহায় ও খেটে খাওয়া দিনমজুর ভুক্তভোগীরা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, দ্রুত এই প্রতারক নারী ভূয়া এনজিও কর্মীকে আইনের আওতায় এনে আমাদের টাকা উদ্ধারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।