ফুলবাড়ীগেট : কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামীসহ সাজা প্রাপ্ত পলাতক আসামীসহ দীর্ঘদিন ধরে থানায় পড়ে থাকা গ্রেপ্তারী পরোয়ানা গুলোর আসামীদের গ্রেপ্তার ও মাদকদব্র উদ্ধার ও মাদক ব্যবসায়িদের গ্রেফতার করে ব্যাপক প্রসংশিত হচ্ছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন খান।সুশীল সমাজ ও শান্তিপ্রিয় জনসাধারণ বলছেন, অন্য ওসিরা যা পারেননি তা করে দেখাচ্ছেন বর্তমান ওসি কামাল হোসেন খান । মাদক নিয়ন্ত্রণে ব্যাপক পরিশ্রম করে যাচ্ছে থানা পুলিশ। একই সাথে বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড দমনে জনসচেতনার পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করায় থানা এলাকাতে কমে গেছে অপরাধ মূলক কর্মকান্ড।২০২২ সালের ৫ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা সাক্ষরিত এক অফিস আদেশে কেএমপির ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ৪ পরিদর্শককে বদলি করা হয়। এর মধ্যে মোঃ কামাল হোসেন খানকে খালিশপুর থেকে খানজাহান আলী থানাতে বদলী করা হয়। থানায় যোগদানের পর থেকে ২০২২ সালের জুন থেকে চলতি বছরের জানুয়ারী পর্যন্ত গ্রেফতারী পরোয়ানায় বিভিন্ন মামলার পলাতক ২৯৬ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। ৩৩টি মাদক মামলায় ৩৪ জন আসামীকে গ্রেফতার এবং তাদের নিকট থেকে ১৩ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১ হাজার ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ০৪ টি চুরি মামলায় ১৫ জন আসামীকে গ্রেফতার ও চুরি যাওয়া ০৫ টি গরু, ১৩ টি স্টিলের জগ পাইপ, ২৭ টি জ্যাম নাট, ০১ টি ট্রাক, ০৫ টি মটরসাইকেল, ০৩ টি ইজিবাইকসহ মামলায় খোয়া যাওয়া ও হারানো ২২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । ০১ টি জুয়া মামলায় ০৭ জন আসামীসহ জুয়া খেলার সামগ্রী ও ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । এছাড়া ২৯ জন হারানো ব্যাক্তি ও ভিকটিমকে উদ্ধার পূর্বক তাহাদের পরিবারের নিকট প্রদান করা হইয়াছে। উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে মাদক বিরোধী সাড়াসী অভিযান চালিয়ে মাদক স্পট নিমূল ও সন্ত্রাসী চাঁদাবাজী বন্ধে ব্যাপক কর্মতৎপরতা চালান। যার ফলে অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার আতংকে মাদক ব্যবসা ছেড়ে এলাকা ত্যাগ করেছে। সন্ত্রাস এবং নাশকতা প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং এর মাঠ পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযানে সফল নেতৃত্ব, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য এলাকাবাসির নজর কেড়েছেন ওসি কামাল হোসেন খান। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন, সেবার মনোভাব নিয়ে পুলিশ মাঠে কাজ করছে। উর্দ্ধতন কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী পুলিশ নিষ্ঠার সাথে দাযিত্ব পালন করায় সফলতা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।