খুলনায় বসন্তবরণ উৎসব শুরু

প্রকাশঃ ২০২৩-০২-১৩ - ১২:৩৯

খুলনা : খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনা অনলাইন শপিংয়ের আয়োজনে ৩ দিনব্যাপী বসন্তবরণ উৎসব শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ উৎসব উপলক্ষে আয়োজিত বসন্ত মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, কার্যনির্বাহী সদস্য শেখ মো. সেলিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা অনলাইন শপিংয়ের প্রতিষ্ঠাতা ফাতেমা আফরোজ, সদস্য ফারিয়া রহমান, মিসরাত মুক্ত আশা, শিমু, সিম্পা, রুকাইয়াসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিরা। খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আজ সকাল ১০টা থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই বসন্ত মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৫৪টি স্টল এবারের বসন্ত মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন পণ্য, পিঠাসহ খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে।