খুবির এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্লাবের প্রাপ্ত পুরস্কার হস্তান্তর

প্রকাশঃ ২০২৩-০২-১৪ - ১৪:৩১

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্লাবের সদস্যরা সরকারি ব্রজলাল কলেজের বিজ্ঞান ক্লাব আয়োজিত বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, কুইজ এবং বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে কয়েকটি বিষয়ে পুরস্কার লাভ করে। প্রাপ্ত পুরস্কার ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর নিকট হস্তান্তর করা হয়। এ সময় ডিসিপ্লিন প্রধান প্রত্যেক অংশগ্রহণকারীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি এই ধরনের সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে ডিসিপ্লিনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মুজিবর রহমান, প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক প্রসূন কুমার ঘোষ এবং সহকারী অধ্যাপক সাদিয়া ইসলাম মৌ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্লাবের সদস্যরা সরকারি ব্রজলাল কলেজে গত ৭ থেকে ৯ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, কুইজ এবং বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শনীতে সানি মাহমুদ বর্ষন ও তার টিমের সদস্য যথাক্রমে মো: রেজওয়ানুল ইসলাম শুভ, কুমার উৎস সাহা দীপ, জয়েস চাকমা এবং ফারজানা আফরোজ আদিবা দ্বিতীয় স্থান অর্জন করে। একই আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় জান্নাতি আক্তার, অভিজিৎ কুমার পাল, মো: রেজওয়ানুল ইসলাম শুভ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে অংশগ্রহণসহ সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী এবং সামগ্রিক বিষয়ে তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক সাদিয়া ইসলাম মৌ।