খানজাহান আলী থানা প্রতিনিধি : খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নেতা মো: সোলায়মান মুন্সি (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…রাজিউন)। সোমবার ভোর ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
পরিবারের স্বজনরা জানায়, সোমবার ভোর ৪টায় হঠাৎ করে তার বুকে ব্যাথা উঠে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। সোমবার মাগরিববাদ ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড চত্ত্বরে জানাযা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বন্দ, শেখ ইউনুচ আলী, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, শেখ আবিদ হোসেন, শেখ আনিছুর রহমান, মীর কায়সেদ আলী, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা ওদুদ মুন্সি, মুফতি হুমাউন কবির বাচ্চু, মোড়ল আনিসুর রহমান, আব্দুল জলিল হাওলাদার, মো: সেলিম রেজা, সুরুজ্জামান হানিফ, কাজী জাকারিয়া রিপন, মনির শিকদার, মাষ্টার শাহজাহান হাওলাদার, শেখ কামাল আহমেদ, মো: ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, মো: শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, আবু হেনা বাবলু, তরিকুজ্জামান মনির, অলিয়ার রহমান রাজু, মোস্তাফিজুর রহমান মানিক, মো: ফয়সাল হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আব্দুস সালাম, মিজানুর রহমান, এনামুল হাসান ডায়মন্ড, মোল্যা সোহাগ হোসেন, কামরুল ইসলাম, বেল্লাল হোসেন, ইউপি সদস্য মো: রফিকুল ইসলাম, সাবেক মেম্বর আরিফ হোসেন, সাবেক মেম্বর শাহ আলম, নুর মোহাম্মাদ মুন্সি, হোসেন আলী হাওলাদার, হানিফ শেখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাও. হাফিজুর রহমান হাফিজী। মরহুম সোলায়মান মুন্সির আত্মার মাগফেরাত কামনাায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে আগামী শুক্রবার মাগরিববাদ ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।