মণিরামপুরে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

প্রকাশঃ ২০২৩-০২-১৫ - ১৪:১৬

যশোর অফিস : যশোরের মণিরামপুরে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে গৌর চন্দ্র পাল (৪৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দারতলা মুন ব্রিকসের নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহত গৌর চন্দ্র উপজেলার চিনাটোলা গ্রামের মৃত. কার্ত্তিক পালের ছেলে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার প্রনব কুমার বিশ্বাস জানান, গৌর চন্দ্র পাল প্রতিদিন ওই ভাটায় শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার কাজ শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভ্যান গাড়িতে উঠছিলো। এ সময় রাজগঞ্জমুখী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।