যশোর অফিস : সাবেক স্ত্রীসহ একটি প্রতারক চক্র সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের এক ভাড়া বাড়িতে ঢুকে কৌশলে নগদ ৩লাখ টাকা ও স্বর্ণের গহনা চুরির অভিযোগে চারজনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হযেছে। মামলার আসামীরা হচ্ছে,ঝিকরগাছা উপজেলার জগদানন্দকাটি গ্রামের রুপচাঁদের ছেলে আক্তারুল হাসান, একই উপজেলার রাজবাড়িয়া গ্রামের অজিদ দাসের মেয়ে লক্ষী রানী সরকার, জগনানন্দকাঠি গ্রামের রুপচাঁদ হোসেনের স্ত্রী করিমুন্নেছা। রোববার ১২ ফেব্রুয়ারী রাতে মামলাটি করেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বাকুড়া গ্রামের বর্তমানে সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের বাবুল হাজীর বাড়ির ভাড়াটিয়া মৃত রঞ্জন সরকারের ছেলে দিপংকর সরকার।
মামলায় বাদি উল্লেখ করেন,বাদী একজন সহজ সরল আইনমান্যকারী নরসুন্দর ব্যক্তি। অপরদিকে আসামীগন চোর ও প্রতারক শ্রেনীর ব্যক্তিবর্গ। বাদি সাতে লক্ষী রানীর গত ২০০০ সালে বিয়ে হয়। বিয়ের পর বাদির ঘরে ২টি সন্তান আসে। বিয়ের পর থেকে বাদি সুখে সংসারে জীবনযাপন করছিল। গত ৩ বছর পূর্বে আক্তারুল হাসানের পূর্ব পরিচয়ের সূত্র ধরে বাদির বাড়িতে বেড়াতে আসে। আক্তারুল ইসলাম বাদির বাড়িতে নিয়মিত আসা যাওয়ার কারনে লক্ষীরানীর সাথে আক্তারুল হাসানের সুসম্পর্ক গড়ে ওঠে। আক্তারুল সময় অসময়ে বাদির বাড়িতে যাতায়াতের ফলে বাদির সন্দেহ হলে বাদি আক্তারুল হাসানকে তার বাড়িতে আসতে নিষেধ করে। গত ৯ জানুয়ারী বাদির অবর্তমানে আক্তারুল হাসান লক্ষী রানীকে ফুসলিয়ে আত্মগোপন করে রাখে। বাদি অনেক খোঁজাখুজির পর ১১ জানুয়ারী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় লক্ষীরানী সরকারকে উদ্ধার করতে সক্ষম হয়।সেই থেকে লক্ষীরানী বাদির সাথে ঘর সংসার করছিল। বাদির অবুঝ কন্যার ও পুত্রের মুখপানে চেয়ে লক্ষীরানীকে নিয়ে ঘর সংসার করছিল। আক্তারুল হাসান পুনরায় লক্ষীরানীর সাথে যোগাযোগ করতে থাকে। সর্বশেষ গত ২৭ জানুয়ারী সকাল ১০ টায় বাদির বর্তমান বাড়িতে আক্তারুল হাসান মাইক্রোবাস যোগে আসে। বাদির অবর্তমানে বাদির অবুঝ শিশু সন্তানকে ঘরে আটকে রেখে বাদির জমি বিক্রয় বাবদ বাড়িতে রক্ষিত নগদ ৩লাখ টাকা ও ২ ভরি সোহান গহনা চুরি করে নিয়ে যায়।আক্তারুল হাসান,লক্ষীরানী ও করিমুন্নেছো পরস্পর যোগসাজসে লক্ষীরানীর প্রত্যক্ষ সহায়তায় বাদির ঘর থেকে নগদ ৩লাখ টাকা ও ২ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে মাইক্রোবাস যোগে চলে যায়। আক্তারুল হাসান দীপংকর সরকারের মেয়ে ময়না সরকারকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।