ফুলতলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমুলক সভা

প্রকাশঃ ২০২৩-০২-১৬ - ১৯:৪৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ ইউসুফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা এএসএম রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, অধ্যক্ষ সমীর কুমার ব্র²া, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, গুদাম কর্মকর্তা পল্লব কুমার ঘোষ, তাঁত বোর্ডের উপজেলা ফিল্ড অফিসার ফারুক আহম্মেদ, জনস্বাস্থ্য অফিসার নাসরিন আক্তার, হিসাব রক্ষন কর্মকর্তা তাসমিন সুলতানা, সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, তথ্য আপা সাথী খাতুন, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, এসআই অনুকুল কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বেগম শামসুন্নাহার প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহীত হয়।