পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে একজন আহত । আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পূর্বগজালিয়া গ্রামে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের মোঃ ইউছুপ সরদারের স্ত্রী মমতাজ বেগম পৈত্রিক সূত্রে পাওয়া এস এ ১নং খতিয়ানে ১৪৩১, ১৪৯৪,১৪৯০ হাল জরিপে ৩০৯৮, ৩০৩৫, ৩৪৪১, ৩৪৪২, ৩২৭৫ নং দাগে ০.০৭২ একর জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। গত শনিবার সকালে একই গ্রামের হাবিব ঢালীর পূুত্র পলাশ ঢালী ,জাহেদ ঢালীর পুত্র ফিরোজ ঢালী গংরা সম্পত্তি নিয়ে পূূর্ব শত্রুতার জের ধরে তপশীল ভূূক্ত সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে ঘেরা বেড়া নিমার্ণ করতে থাকে। এ সময় মমতাজ বেগম ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে পলাশ ঢালী ও ফিরোজ ঢালী গংরা তাদের মারপিট শুরু করে এবং মমতাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে মাথায় ও হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে ও অন্যান্যদের লাঠি, শাবল সহ দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে ফোলা জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় মমতাজকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মমতাজের ভাই সুজাত ঢালী বাদী হয়ে পাইকগাছা থানায় পলাশ ঢালী, ফিরোজ ঢালী, জলিল ঢালী সহ ৭জনকে আসামী করে অভিযোগ দাখিল করেছেন।