মঠবাড়িয়ায় কলেজ ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশঃ ২০২৩-০২-১৯ - ১৪:৪৪

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্র রাহাত হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামি সাব্বির খান (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে মঠবাড়িয়া থানার এস আই রাসেল মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁপাইনববাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শিবগঞ্জ গুপ্তমানিক এলাকা থেকে সাব্বিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাব্বির উপজেলার দক্ষিণ গুলিশাখালী গ্রামের মো: শহিদুল খানের ছেলে।

গত বছরের ১৩ নভেম্বর রাতে কলেজ ছাত্র রাহাত উপজেলার টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে রাস্তার পাশে ওৎ পেতে থেকে দৃর্বৃত্তরা রাহাতকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহত রাহাতের বাবা মো: শাহ জালাল বাদী হয়ে ১৪ নভেম্বর মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ রনি খান, শাওন মাল, আসাদ ফরাজী এবং নাদীম নামে চার আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান তালুকদার বলেন, কলেজ ছাত্র রাহাত হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামী সাব্বির খানকে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ গুপ্তমানিক এলাকা থেকে গ্রেফতার করে হয়। পরে শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।