নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সাথে কেসিসির মতবিনিময়

প্রকাশঃ ২০২৩-০২-২০ - ১১:১১

বিজ্ঞপ্তি : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিদেশিরা এক সময়ে যে দেশকে তলা বিহীন ঝুড়ি বলে উপহাস করতো সেই সমালোচকরাই এখন বাংলাদেশের উন্নয়নে বিষ্ময় প্রকাশ করছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দ্রুতই বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিটি মেয়র আজ রোববার বেলা ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) থেকে আগত কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন।

উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জিওবি’র অর্থায়নে এনসিসি গৃহীত ‘‘আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি ফর নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (ইউআইআইপিএফ)’’ শীর্ষক প্রকল্প সষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে প্রতিনিধি দলের খুলনা সফরের অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সিটি মেয়র আরো বলেন, নগর পরিকল্পনা ও উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনাসহ নগরবাসীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকে। সেবা কার্যক্রম সহজীকরণের জন্য তিনি অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল সিটি কর্পোরেশনের মধ্যে তথ্যের আদার প্রদান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে কেসিসি’র কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ এনসিসি প্রতিনিধি দলের নিকট তুলে ধরা হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব মো: আজমুল হক, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো: আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ও উপপ্রকল্প পরিচালক মো: আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী মো: ইসমাইল চৌধুরী, আরবান প্লানার মো: মইনূল ইসলাম, সিএও মো: হেমায়েত হোসেন, সহকারি সচিব ইশরাত জাকিয়া, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, কঞ্জারভেন্সী অফিসার মো: সাজ্জাদ হাসান ও মো: মোজাম্মেল হক, ফুড ও স্যানিটারী অফিসার মো: শাহাদাৎ হোসেন ও আলমগীর হিরণসহ এনসিসি’র বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।