নড়াইলে আ’লীগ নেতার বাসায় ডাকাতি

প্রকাশঃ ২০২৩-০২-২১ - ১৫:০৬

নড়াইল প্রতিনিধি : নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হাসানুজ্জামানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মো: হাসানুজ্জামানের বাসা নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়াডের্র মাছিমদিয়া গ্রামে। সোমবার শেষ রাতের দিকে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে স্ত্রীসহ মো: হাসানুজ্জামানের হাত-পা বেধে লাইসেন্সকৃত পিস্তল, বন্দুক, গুলি, স্বর্ণালংকার, বিদেশী দামি ঘড়ি, মোবাইল, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান জানান, সোমবার ভোরে পৌঁনে ৪টার দিকে ৮ থকে ১০ জনের ডাকাত দল বাসার সীমানা প্রাচীর টপকে ভিতরে আসে। এরপর গ্রীল কেটে বাসার ভিতরে প্রবেশ করেই কোন কিছু বুঝে উঠার আগেই অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে। তারপর তাদের দু’জনের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ডলার, বিদেশি ঘড়ি, বন্দুক, পিস্তল, গুলি ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামানের ভাই ওয়াহিদুজ্জামান জানান, ডাকাতির সময় ডাকাতদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। আবার কারো কারো মাস্ক পরা ছিল। তবে তারা ডাকাতির সময় নড়াইলের আঞ্চলিক ভাষায় কথা বলেছে। ডাকাতি করে চলে যাওয়ার পর তিনি খবর পেয়ে নিজের পাজেরো গাড়ী নিয়ে কিছু দুর গিয়েছিলেন। তবে তাদের ধরতে পারেননি।

নড়াইল শহরের কুড়িগ্রামের বাসিন্দা ঠিকাদার জাহাঙ্গীর কবীর বলেন, শহরের আইনর্শংখলা খুব বেশি ভালো না। প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অল্প সময়ের মধ্যে অনেকগুলি চুরি, ডাকাতি হয়েছে। নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। জনগণকেই সতর্ক থেকে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদের করতে হবে।

পুলিশ সুপার (ক্রাইম) মো: কামরুজ্জামান জানান, সোমবার সকালে সংবাদ পেয়ে তিনি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।