যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশঃ ২০২৩-০২-২১ - ১৫:০০

যশোর অফিস : সোমবার ট্রাকে চাপায় যশোরের সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ (৫২) নামে এক হোটেলে ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি যশোর সদর উপজেলা শ্যামনগর গ্রামের বাসিন্দা। তিনি যশোর শহরের বেলতলা এলাকায় হোটেল ব্যবসা রয়েছে।

সোমবার সকালে যশোরের চুড়ামনকাটি এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হন ।আহত অবস্থায় স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় আহত আব্দুল আজিজ সন্ধ্যা সাতটার দিকে মারা যান।