দাকোপ প্রতিনিধিঃ দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে দেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝঁকি হ্্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন সক্ষমতা বিষয়ক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। কারিতাস জার্মানী এন্ড বিএমজেড এর সহায়তায় দাকোপের লাউডোপ ও বানীশান্তা ইউনিয়নে ৪ বছর মেয়াদী প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। শুরুতে প্রকল্পের মূল প্রবন্ধ ও স্বাগত বক্তৃতা করেন কারিতাসের খুলনা অঞ্চলের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ আল বিনোনাথ। বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা কৃষি অফিসার কে,এম মাকসুদুন্নবী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, পঞ্চানন মন্ডল, সুদেব কুমার রায়, মাসুম আলী ফকির, জালাল উদ্দিন গাজী, শেখ সাব্বির আহমেদ, এনজিও প্রতিনিধি আজিজুল হক, নমিতা মন্ডল, ব্রজেন্দ্রনাথ শীল, কারিতাসের বিএমজেড ডিআরআর সিসিএ প্রজেক্ট কো-অর্ডিনেটর পবিত্র কুমার মন্ডল, ফিল্ড অফিসার আলোইসিয়াস গাইন, মনিটরিং অফিসার মোছাঃ তাহারিম জাহান, কমিউনিটি ফ্যাসিলিটেটর চিরনজিত সরদার, কালিতারা বিশ্বাস, কিরন চন্দ্র সরদার, সিবাস্তিন বাবলা মন্ডল, শশাংক মন্ডল প্রমুখ।