ডাকাতিয়ায় গলায় ফাঁস দিয়ে ছাত্রের আত্মহত্যা

প্রকাশঃ ২০২৩-০২-২৫ - ১১:১৫

খানজাহান আলী থানা প্রতিনিধি : নগরীর আড়ংঘাটা থানাধীন ডাকাতিয়া গ্রামের হরবিলাশ সরকারের পুত্র বাগেরহাট পিসি কলেজের অনার্স এবং খুলনা বিএল কলেজের মাস্টার্সের শিক্ষাথী জয়ন্ত সরকারের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। ডাকাতিয়া গ্রামের বাশঝাড়ে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্বজনরা ও এলাকাবাসী জানায়, ডাকাতিয়া গ্রামের হরবিলাশ সরকারের পুত্র জয়ন্ত সরকার গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে যায়। সকালে স্বজনরা তাকে ডাকাডাকি করে ঘরে না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে ফোনটিও বন্ধদ পায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশর্^বর্তী বাঁশঝাড়ে তার মরদেহ বাশের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্বজনরা। প্রতিবেশীরা আরো জানায়, জয়ন্তের সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল। তাকে বিয়ের কথা ছিল। সংসারের হাল ধরতে একটি চাকরিতে যোগ দিতে শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভালোবাসার মানুষটির অন্যত্র বিয়েতে রাজি হওয়ার ক্ষোভে আর অভিমানে তার সে আত্মহত্যা করে। এ ঘটনায় আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ মো: অহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে সে আত্মহত্যা করতে পারে। তবে কথিত আছে একটি মেয়েকে সে ভালোবাসতো। যার সাথে সম্পর্ক ছিল সেই মেয়েটির বিবাহ অন্যত্র ঠিক হওয়ায় সম্প্রতি তার মন খারাপ থাকতো। মনের কষ্টে ক্ষোভে অথবা অভিমানে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে।