বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০২-২৫ - ১২:০৭

বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা জেলার সকল উপজেলা ও পৌরসভা শাখায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করেছে জেলা শাখা। মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃৃতি এবং জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার টার্ম, পৌত্তলিক ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, প্লেজারিজম এবং ধর্ম ও জাতিসত্বা বিরোধী বিষয়বস্তু সংযাজন বাতিল, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার উদ্যোগে পৃথক-পৃথক উপজেলা শাখার ব্যস্থাপনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা : রূপসা উপজেলা: বাদ আসর উপজেলার রুপসা গরুর হাট মসজিদ চত্বরে শাখা সভাপতি মোহা: ইউসুফ আলীর সভাপতিত্বে এবং মাও: মোহা: হারুন অর রশিদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মাও: অধ্যাপক আব্দুল্লাহ ইমরান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার সম্পাদক হা: মাওলানা মুফতি আশরাফুল ইসলাম।

পাইকগাছা উপজেলা ও পৌরসভা : পাইকগাছা উপজেলার যৌথ উদ্যোগে পাইকগাছা বাজার বাসস্ট্যান্ডে উপজেলা সভাপতি কারী আব্দুর রহমানের সভাপতিত্বে এবং পোরসভা সেক্রেটারি মো: ফারুখ খলিফা ও উপজেলা সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালীব।

দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা : বিকাল ৩টায় স্থানীয় ডাকবাংলা চত্বরে উপজেলা পৌরসভার যৌথ উদ্যোগে মাওলানা মো: তাবারক হোসাইনের সভাপতিত্বে ও হাফেজ ওসমান করিম এবং মোহা শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অতিথি ছিলেন জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ রওশন আলী এবং পৌর সভাপতি শেখ আবু দাউদ।

দিঘলিয়া উপজেলা : স্থানীয় ষ্টার ২নং গেটে শাখার সভাপতি মো: নুরুল হুদা সাজুর সভাপতিত্বে ও মো: রফিকুল ইসলাম এস্কেন্দারের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহা: মাহবুবুল আলম।

ডুমুরিয়া উপজেলা : বিকাল ৩টায় বাসস্ট্যান্ড চত্বরে মুফতি বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ওবিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাও: আসাদুল্লাহ হামিদী।

তেরখাদা উপজেলা: বাদ জুম্মা স্থানীয় কাটেংগা হাইস্কুল মাঠে মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ সভাপতিত্বে ও মাও: আব্বাস আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা দপ্তর সম্পাদক মুফতি হেলাল উদ্দীন শিকারী।

ফুলতলা উপজেলা: শুক্রবার বিকাল ৩টায় ফুলতলা বাজারে মুফতি মু: আব্দুল জব্বার আজমীর সভাপতিত্বে এবং হা: ইউনুস আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সহ: সভাপতি জামিল আহমেদ।

বটিয়াঘাটা পশ্চিম উপজেলা : শুক্রবার বিকাল ৩টায় কাতিয়ানাংলা বাজারে রেজাউল করিমের সভাপতিত্বে এবং হাফেজ মো: কারিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সহ: দপ্তর সম্পাদক মাও: এনামুল হাসান সাইদ।

বটিয়াঘাটা পূর্ব উপজেলা: স্থানীয় টালিয়ামারা বাজারে হাফেজ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মো: জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহা: আ: সত্তার।

কয়রা উপজেলা: স্থানীয় নারায়নপুর বাজারে মো: আশরাফ আলীর সভাপতিত্বে ও মো: আহসান উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম। পৃথক-পৃথক সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন হায়দার আলী, শেখ ওলিয়ার রহমান, ক্বারী জামাল হোসেন, মো: শফিকুল ইসলাম ডা: মোহা: রাকিব হাসান,মো: তরিকুল ইসলাম দবীর, মুফতি মো: রফিকুজ্জামান, মাও: আবু সাঈদ, কারী মো: আ: রহমান, মো: আকিছুর রহমান, মো: আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মো: শামীম হোসেন সেখ, মো: নুর ইসলাম, মো: আবু দাউদ, মুফতি ফজলুল হক সেক্রেটারি এসকে নাজমুল হাসান, আবু রায়হান, ফরহাদ মোল্লা প্রমুখ।

খানজাহান আলী থানা: খানজাহান আলী থানা শাখার উদ্যোগে বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলাম আন্দোলন মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভুইয়া। থানা শাখার সাংগঠনিক সম্পাদক নাজিম হাওলাদার নাঈমের পরিচালনায় বক্তৃতা করেন মাস্টার মঈনুদ্দিন ভুইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মো: জামাল হোসেন, মো: কামরুজ্জামান, মো: আজাদ মোল্যা, হাফেজ সাব্বির হোসাইন, মো: হাসিবুর ইসলাম শাকিল, মো: মানজারুল হুদা, ফজলুল্লাহ আল মাসুম রিফাত, মোস্তফা নাঈমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।