খালিশপুরে মেলার নামে অসামাজিক কার্যকলাপ বন্ধ’র দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশঃ ২০২৩-০২-২৬ - ১১:১৫

খালিশপুর প্রতিনিধি : খুলনা জুট ওয়ার্কাস ইনষ্টিটিউটের উদ্যোগে খালিশপুর চিত্রালী শ্রমিক ময়দানে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী এবং ৫১ তম স্বাধীনতা পূর্তি উপলক্ষে স্মাট বিজয় আনন্দ মেলার নামে হাউজি, জুয়া, র‌্যাফেল ড্র, সার্কাস বন্ধের দাবি জানিয়েছে খালিশপুর থানা ইমাম পরিষদ, খালিশপুর হর্কাস ইউনিয়ন এবং খলিশপুর প্রায় ৪২ মসজিদের ইমাম ও নির্বাহী কমিটির নের্তৃবৃন্দ।

শুক্রবার রাত ৯টায় প্রায় ৫ শাতাধিক মুসুল্লি আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ মেলার অসমাজীক এবং শিল্পাঞ্চলের অর্থ কষ্ট থাকা সাধারণ মানুষকে ক্ষতির হাত থেকে বাচাঁতে খালিশপুর থানার ওসি আলহাজ্ব মোঃ মনির উল গীয়াসের কাছে লিখিত অভিযোগ করেন। এসময় তারা জানান, ঝিমিয়ে পড়া শিল্পাঞ্চলের মানুষ বর্তমান চরম অর্থ কস্টে ভুগছে। এধরনের হাউজি জুয়ার আসর, র‌্যাফেল ড্র, সার্কস অত্র অঞ্চলের মানুষের উপর অর্থনৈতিক চরম পিরূপ প্রতিক্রিয়া দেখদিবে। জুয়ার আসরে সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে চরম অমানবিক পরিস্থিতির মধ্যে পড়বে, অন্যদিকে আসন্ন রমজানের পবিত্রতা রক্ষার জন্য মেলার নামে এসব অসামাজিক কার্যকলাপ যাতে না হয় সেই জন্য এ মেলাটি বন্ধ করার জোর দাবী জানান তারা। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের গর্ব, তার  মর্যাদা ক্ষুন্ন হোক এমন কোন কার্যকলাপ খালিশপুর বাসী মেনেনিবেনা বলে জানান তারা।ধর্মপ্রান মুসুল্লিরা এসময়  খালিশপুর থানার সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ন প্রতিবাদ জানান। তারা এসময় শ্রম ও কর্ম সংস্থান প্রতি মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনারসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের প্রতি মেলাটি বন্ধের জোর দাবী জানান। এসময় খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওঃ ক্বারামত আলী, খালিশপুর থানা ঈমাম পরিষদের সাধারন সম্পাদক মাওলানা আনোয়ারুল আজিম।  মাওলানা নাজমুস সাদাত, মাওলানা ইব্রাহিম সেলিম,  এ এস এম জাফর সাদিক, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা আবু সালেক, খালিশপুর ঢাকা ইউনিয়নের সভাপতি মোঃ জামাল মুন্সী মোঃ জামাল, মুন্সী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রবিউল ইসলাম সম্পাদক মোঃ ইমরান হোসেন, বাবু সালাম জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি কাজী আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী, কার্যকরী সদস্য মোঃ আবু তালেব জয়েন্ট সেক্রেটারি ইমদাদুল হক মুক্তা, চিত্রালী বাজার সমিতির, খালিশপুর বণিক সমিতির নেতৃবৃন্দ, হাউজিং বাজার ব্যবসায়ী সমিতি, খালিশপুর পৌর সুপার মার্কেটের নেতৃবৃন্দ। নের্তৃবৃন্দ প্রতিমন্ত্রী, মেয়র ও প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনারেন, এসময় তারা বিক্ষোভ মিছিল ও পথ সভার আয়োজন করেন।